নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগের বিষয় সম্পর্কে তিনি বলেন, "লালবাজার থেকে কোনও তলব আমাকে করা হয়নি।
সমাজমাধ্যমে কি লেখা হচ্ছে না লেখা হচ্ছে তার থেকেও বিচারটা জরুরি। কলকাতা পুলিশ এখন এইসবেই ব্যস্ত। তারা প্রমাণ লোপাটের কাজে ব্যস্ত।
সত্যি যদি তারা বিচার চাইতো তবে সমস্ত প্রমাণ লোপাট না করে সিবিআই-এর হাতে তুলে দিত।"