লালবাজার থেকে কোনও তলব আমাকে করা হয়নি-বিস্ফোরক নেত্রী

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, লালবাজারে তাকে তলবের বিষয় সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update
locket chaterjee rt.jpg

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগের বিষয় সম্পর্কে তিনি বলেন, "লালবাজার থেকে কোনও তলব আমাকে করা হয়নি।

bjplocket.jpg

সমাজমাধ্যমে কি লেখা হচ্ছে না লেখা হচ্ছে তার থেকেও বিচারটা জরুরি। কলকাতা পুলিশ এখন এইসবেই ব্যস্ত। তারা প্রমাণ লোপাটের কাজে ব্যস্ত।

1648156144_locket-chatterjee.jpg

সত্যি যদি তারা বিচার চাইতো তবে সমস্ত প্রমাণ লোপাট না করে সিবিআই-এর হাতে তুলে দিত।"