আরো চরমে দুর্ভোগ! চলছে না ট্রেন

১৯ এপ্রিল থেকে শিয়ালদা-হাসনাবাদ রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে। এদিকে , যারা নিত্য যাত্রী তাদের অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে গন্তব্যস্থলে। এতে সময়ও বেশি লাগছে, খরচাও বাড়ছে।

author-image
Pallabi Sanyal
New Update
local train

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : একেই দাবদাহে পুড়ছে গোটা বাংলা, তার ওপর চূড়ন্ত ভোগান্তি ট্রেন যাত্রীদের। শিয়ালদা-হাসনাবাদ শাখায় বন্ধ লোকাল ট্রেন। তবে,রেলের তরফে আগেই জানানো হয়েছিল যে ১৭ ও ১৮ এপ্রিল ডবল লাইনিং ও সিগন্যালিংয়ের কাজের জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল।শিয়ালদা থেকে বারাসত হয়ে ট্রেন যায় হাসনাবাদ লাইনে। সেই ট্রেন সোমও মঙ্গলবার বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।  ১৯ এপ্রিল থেকে শিয়ালদা-হাসনাবাদ রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে। এদিকে , যারা নিত্য যাত্রী তাদের অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে গন্তব্যস্থলে। এতে সময়ও বেশি লাগছে, খরচাও বাড়ছে।