ঘুরে গেল খেলা, বিজেপি নয়, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা বিশেষ সম্প্রদায়ের

আগামী ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন সামনে রেখে কংগ্রেস নেতা ও বিশিষ্ট লিঙ্গায়েত নেতা জগদীশ শেট্টার হুবলিতে লিঙ্গায়েত সম্প্রদায়ের সাধুদের সঙ্গে দেখা করে দলের পক্ষে সমর্থন চেয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

 

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোটের মুখে হাসি ফুটল কংগ্রেসের। আর মাত্র তিন দিন পর অর্থাৎ ১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে কর্ণাটকে কার্যত খেলা ঘুরিয়ে দিল লিঙ্গায়েত সম্প্রদায় (Lingayat community)। কর্ণাটক বীরশৈব লিঙ্গায়েত ফোরাম ১০ মে আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন জানিয়ে একটি অফিসিয়াল বিবৃতি জারি করেছে। এই লিঙ্গায়েত ফোরাম লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষকে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, কর্ণাটকের মোট জনসংখ্যার ১৮ শতাংশ লিঙ্গায়েত। মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মতো নিকটবর্তী রাজ্যগুলিতেও লিঙ্গায়েত সম্প্রদায়ের জনসংখ্যা চোখে পড়ার মতো।