হাতে মাত্র আর ৩-৪ ঘণ্টা! তড়িঘড়ি বাড়ি ঢুকে যান, ধেয়ে আসছে বৃষ্টি

আবহাওয়া সংস্থা জানিয়েছে যে মুম্বাই শহরে বিকেল বা সন্ধ্যার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। আইএমডি জানিয়েছে, নাগপুর, ওয়ার্ধা, ভান্ডারা, চন্দ্রপুর, গন্ডিয়া সহ একাধিক জায়গায় বৃষ্টি হবে।

author-image
SWETA MITRA
New Update
rain 12.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া নিয়ে এবার বড়সড় তথ্য দিল আইএমডি (IMD)। আজ রবিবার আইএমডির তরফে জানানো হয়েছে, 'আগামী ৩-৪ ঘণ্টায় মুম্বাই, থানে ও পালঘর জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পাতের (Rainfall) সম্ভাবনা রয়েছে।' যদিও সকাল থেকে বেশ কয়েকটি জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। রবিবার মুম্বাইয়ের তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।  আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রবিবার হালকা বৃষ্টির  সঙ্গে দোসর হবে বজ্রপাত।  রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।