নিজস্ব সংবাদদাতাঃ ফের শক্তি বৃদ্ধি হল বিজেপির (BJP)। জানা গিয়েছে, উত্তর প্রদেশের লখনউয়ে আগামী ৪ ও ১১ মে অনুষ্ঠেয় পৌর নির্বাচনের আগে আজ রবিবার উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। জানা গিয়েছে, এদিন বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা অজয় শ্রীবাস্তব, আরএলডির রাহুল চৌধুরি, প্রিয়াঙ্কা সিং, এসপি নেতা দেবরাজ গুপ্তা ও তাঁর স্ত্রী সংগীতা, এসপি নেতা অরুণা কোরি। এদিন ব্রজেশ পাঠক নেতাদের দলে স্বাগত জানান এবং সদস্য পদের শংসাপত্র প্রদান করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের আইন-শৃঙ্খলা দেখে মুগ্ধ হয়ে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। আমি সমস্ত নেতাদের দলে স্বাগত জানাই এবং আসন্ন পৌর নির্বাচনে সমস্ত বিজেপি প্রার্থীর জয়ের জন্য কাজ করার জন্য সকলের কাছে আবেদন জানাই। লখনউতে কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থী বিজেপিতে যোগ দিয়েছেন