নিজস্ব সংবাদদাতাঃ প্রফেসর মুহম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ অস্থির হয়ে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং ঢাকার মিরপুর, উত্তরা থেকেও খবর আসছে, সশস্ত্র দুষ্কৃতকারীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাড়িঘর আক্রমণ করছে এবং লোকজনকে লুটপাট করছে।
বাংলাদেশের গ্রামাঞ্চলে পুলিশের কোনো চিহ্ন নেই। বাংলাদেশের উগ্র ইসলামপন্থী দলগুলো ধর্মীয় সংখ্যালঘু ও হিন্দুদের টার্গেট করে চলেছে। প্রফেসর ইউনূসের সরকার শৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে বলে লুটপাটের ভয়ে অধিকাংশ ব্যাংক ও দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে।
বাংলাদেশি বুদ্ধিজীবীরা এএনএম নিউজকে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে প্রফেসর ইউনূসের সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশি এক বুদ্ধিজীবী বলেছেন, “নতুন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিতে হবে। সেটাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।”