নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ প্রয়াত ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। সূত্র মারফত জানা গিয়েছে যে,আজ শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে যে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুখে ভুগছিলেন তিনি। গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন। তারপর গত বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই প্রাক্তন সাংসদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, তিনি সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণেই এবারে তিনি লোকসভার নির্বাচনে বিজেপির হয়ে ভোট ময়দানেও নামেননি।
প্রসঙ্গত, গত ২০১৯ সালে বিজেপির মনোনীত প্রার্থী হন তিনি। বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে পরাস্ত করে জয়ী হন কুনার হেমব্রম। গত লোকসভা নির্বাচনে বিজেপি দল থেকে ইস্তফা দেন কুনার বাবু। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন কুনার হেমব্রম।
তাঁর মৃত্যুতে রাজনীতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।