ওন্দায় অভিষেকের সভার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চরম পর্যায়ে

সভামঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন অভিষেক তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন দলীয় নেতা-কর্মীরা। ওন্দা হাইস্কুল ময়দানে সভামঞ্চ করা হয়েছে। পাশেই ওন্দা ব্লক সংলগ্ন এলাকায় করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
onda

ওন্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের ছবি


বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া : বুধবার বাঁকুড়ার ওন্দা হাইস্কুল ময়দানে দুপুর ২ টো নাগাদ জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে তৃণমূল নেতা-কর্মীদের কাছে অভিষেকের সভা ভোকাল টনিকের কাজ করবে ,এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। তাই বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলা তৃণমূলের  আয়োজনে এই সভার প্রস্তুতি চলছে জোরদার। সভামঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন অভিষেক তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন দলীয় নেতা-কর্মীরা। ওন্দা হাইস্কুল ময়দানে সভামঞ্চ করা হয়েছে। পাশেই ওন্দা ব্লক সংলগ্ন এলাকায় করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। এইখানেই হেলিকপ্টার থেকে নেমে সভাস্থলে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর দলীয় সূত্রে।আজ মঞ্চ, সভাস্থল দর্শক আসনের দিকটি খতিয়ে দেখা হচ্ছে ভালো করে।  নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে চারিদিক। এই সভায় রেকর্ড ভিড় হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।