৯৬ ঘন্টা পার! চলছে আন্দোলন

সি আর আই রিপোর্টের (C R I Report) ওপর রাজ্য সরকারকে অবিলম্বে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে, মূলত এই দাবি নিয়েই জাতীয় সড়ক ও রেল অবরোধ কুড়মি সমাজের।

author-image
Pallabi Sanyal
New Update
kurmi protest day 4

জাতীয় সড়ক ও রেল অবরোধ কুড়মি সমাজের

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : অধিকারের দাবিতে কুড়মি সমাজের (Kurmi society) আন্দোলনের ৯৬ ঘন্টা পার। ৭২ ঘণ্টা ধরে অবরুদ্ধ রেলপথ। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কুড়মি সমাজের। সাতসকালে খেমাশুলীতে (Khemasuli) রনপা সহযোগে ঢাক ঢোল পিটিয়ে মিছিল কুড়মিদের। 

সি আর আই রিপোর্টের (CRI Report) ওপর রাজ্য সরকারকে অবিলম্বে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে, মূলত এই দাবি নিয়েই জাতীয় সড়ক ও রেল অবরোধ কুড়মি সমাজের। একদিকে খড়গপুরের (Kharagpur)খেমাশুলি, অন্যদিকে, পুরুলিয়ার (Purulia) কুস্তাউরে (Kustaur) অবরোধ কর্মসূচি কুড়মি সমাজের। অন্যান্য দিনের মতো শনিবারও বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে খবর, শনিবার প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে ৭২ টি দূরপাল্লার ট্রেন। একাধিক ট্রেনকে ঘুর পথে চালানো হচ্ছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। সাধারণ মানুষদের ঠিক তেমনি ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা রেলের।