কুড়মি আন্দোলনকারীদের সাইকেল রেলি

রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে পুরুলিয়ার ঝালদা থেকে কলকাতা সিআরআই অফিস পর্যন্ত প্রায় ৩৫০ কিমি সাইকেল যাত্রা কর্মসুচিতে সামিল হলো কুড়মি সংগঠনের পশ্চিমবঙ্গ ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি ।

author-image
New Update
rally

Kurmi agitators cycle rally

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে পুরুলিয়ার ঝালদা থেকে কলকাতা সিআরআই অফিস পর্যন্ত প্রায় ৩৫০ কিমি সাইকেল যাত্রা ( Cycle Rally )কর্মসুচিতে সামিল হলো কুড়মি (Kurmi) সংগঠনের পশ্চিমবঙ্গ ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি । শনিবার পুরুলিয়া জেলার ঝালদা শহর থেকে ৮১ টি কুড়মি গোষ্ঠীর ৮১ জন ৮১ টি সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।  অভিযোগ, কুড়মি জাতিকে ST তালিকাভুক্ত করার দাবিতে বহু বছর ধরে আন্দোলনে সামিল হয়েছেন কুড়মি সম্প্রদায় এর মানুষজন। বার বার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি । অভিযোগ, বর্তমান রাজ্য সরকার সাত বৎসর ধরে সিআরআই জাস্টিফিকেশন রিপোর্ট আটকে রেখেছে ।  তা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে হবে । মূলত এই দাবিকে সামনে রেখে ৩৫০ কিমি সাইকেল যাত্রা শুরু করে কুড়মিরা । শুক্রবার সেই সাইকেলযাত্রা, ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনি হয়ে ঝাড়গ্রাম শহরে প্রবেশ করে, ঝাড়গ্রাম শহর থেকে লোধাসুলি হয়ে ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে কলকাতার  সিআরআই অফিসের উদ্দেশ্যে যাবে কুড়মি সমাজের ওই সাইকেল রেলি। সাইকেল রেলিতে অংশগ্রহণকারী সকলকে সংবর্ধনা জানানোর জন্য জেলার বিভিন্ন মোড়ে মোড়ে মানুষের উচ্ছাস।