নিজস্ব সংবাদদাতা: ফের শোরগোল ফেলে দেওয়া ট্যুইট করলেন কুণাল ঘোষ।
তিনি ট্যুইট করে বলেছেন, "বারবার যে কথাটা আমি এবং আমরা বলে আসছি, পুজোর সময় মন্ডপে গিয়ে অরাজকতা তৈরির চেষ্টা অন্যায়, আজ কোর্ট ধৃতদের জামিন না দিয়ে তাতে মান্যতা দিল। যারা একবার গ্রেপ্তার, পরদিনেই জামিনের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সস্তা ডবল প্রচারের চেষ্টা করেছিল, সেটা সফল হল না। বারবার যে কথাটা আমি এবং আমরা বলে আসছি, পুজোর সময় মন্ডপে গিয়ে অরাজকতা তৈরির চেষ্টা অন্যায়, আজ কোর্ট ধৃতদের জামিন না দিয়ে তাতে মান্যতা দিল। যারা একবার গ্রেপ্তার, পরদিনেই জামিনের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সস্তা ডবল প্রচারের চেষ্টা করেছিল, সেটা সফল হল না।"