56070/56263- মাধ্যমিকের রেজাল্ট জানুন SMS করে

মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেল। এবার রেজাল্ট স্বচক্ষে দেখার পালা। কীভাবে চেক করবেন ফোনে? ওয়েবসাইটে ক্লিক করতে হবে না। রইলো সহজ রাস্তা। পড়ুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
phonesms

নিজস্ব সংবাদদাতা: প্রকাশিত হলো ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আশা-আকাঙ্খার মধ্যে রয়েছে সকল পরীক্ষার্থী। তবে মোবাইলে অনেকেই দেখতে চায় ফলাফল। সেটা কীভাবে সম্ভব? রেজাল্ট দেখার জন্য আপনাকে কোনও ওয়েবসাইটে যেতে হবে না। এর জন্য আপনাকে দুটো নম্বরে এসএমএস করতে হবে। 56070 অথবা 56263 নম্বরে এসএমএস করে জানতে পারবেন রেজাল্ট। এই তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।