প্রথম মহিলা পুর প্রধান পেল খড়গপুর পুরসভা

পুরসভার চেয়ারে বসার পরেই কল্যাণী ঘোষ জানান, 'খড়গপুরের সবথেকে বড় সমস্যা জল। সেই জলের সমস্যার সমাধান করা হবে।' কল্যাণী ঘোষ চেয়ারম্যান হতেই কল্যাণী ঘোষের অনুগামীরা ব্যান্ড-বাজনা বাজিয়ে তাকে অভ্যর্থনা জানান।

author-image
Pallabi Sanyal
New Update
কল্যাণী ঘোষ

কল্যাণী ঘোষ

দিগ্বিজয় মাবালী, খড়গপুর :  খড়গপুর পুরসভার পুর প্রধানের নাম কদিন আগেই জেলা তৃণমূল কার্যালয় থেকে ঘোষণা করেছিলেন জেলার সভাপতি সুজয় হাজরা। আজ সেই পুরসভার পুর প্রধান কল্যাণী ঘোষকে শপথ বাক্য পাঠ করালেন খড়গপুর মহকুমা শাসক দিলীপ মিশ্র। এই প্রথম মহিলা পুর প্রধান হিসাবে শপথ নিলেন কল্যাণী ঘোষ। ২১ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খড়গপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। এর তিন মাস পর খড়গপুর পুরসভার পুর প্রধান হলেন কল্যাণী ঘোষ। পুরসভার চেয়ারে বসার পরেই কল্যাণী ঘোষ জানান, 'খড়গপুরের সবথেকে বড় সমস্যা জল। সেই জলের সমস্যার সমাধান করা হবে।' কল্যাণী ঘোষ চেয়ারম্যান হতেই কল্যাণী ঘোষের অনুগামীরা ব্যান্ড-বাজনা বাজিয়ে তাকে অভ্যর্থনা জানান। খড়গপুর পৌরসভায় বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ প্রত্যেক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যান্য দিনে বিধায়ক তথা কাউন্সিলর হিরন্ময় চট্টোপাধ্যায় খড়গপুর পৌরসভায় না এলেও শপথ অনুষ্ঠানের দিনে খড়গপুর পৌরসভার মিটিংয়ে উপস্থিত ছিলেন ।