আজ কর্ণাটক, কাল ভারত: কি হবে?

এবার কর্ণাটকে বিজেপির পিছিয়ে পড়াকে কেন্দ্র করে বঙ্গ অর্থনীতিবিদের ট্যুইট। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
congresসs.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফলাফলে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। বিশাল সংখ্যা নিয়ে জয়ের পথে এগিয়ে গিয়েছে কর্ণাটক। এই মুহূর্তে কংগ্রেস ১১৫ টি আসনে এগিয়ে রয়েছে কর্ণাটকে। বিজেপি ৭৮ টি আসনে এগিয়ে রয়েছে। এই সময়ে এবার ট্যুইট করে বিজেপিকে নিশানা করলেন অর্থিনীতিবিদ কৌশিক বসু। তিনি বলেছেন, "আজ কর্ণাটক যা ভাবছে, কাল ভারতবর্ষ তাই ভাববে"।