এখনও পর্যন্ত ভোট পড়েছে ২০ .৯৯ %

সকাল থেকে শুরু হয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব । এখনও পর্যন্ত ২০ .৯৯ % ভোট পড়েছে।

author-image
New Update
votekarnataka

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার  সকাল থেকে চলছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব।  নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সকাল ১১টা পর্যন্ত   ২০.৯৯ শতাংশ ভোট পড়েছে। এখনও চলছে এই ভোটগ্রহণ পর্ব। উল্লেখ্য, কর্ণাটকের এই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।