নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল শনিবার কর্ণাটকে বিধানসভা ভোটের (Karnataka Assembly Elections 2023) ফলাফল বেরোবে। আর এই ফলকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। কর্ণাটকের আসনে কে বসবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে একাধিক এক্সিট পোল। যেখানে ইঙ্গিত মিলছে যে কংগ্রেসের জেতার সম্ভাবনা প্রবল রয়েছে। এরই মাঝে ভোটের ফলাফল প্রসঙ্গে মুখ খুললেন কর্ণাটকের কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার (DK Shivkumar)। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'এক্সিট পোলের নিজস্ব তত্ত্ব রয়েছে। আমরা সেই নমুনাগুলি অনুসরণ করি না। আমরা শুধু এটুকু জানি যে রাজ্যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ব। আমি জেডি (এস) সম্পর্কে জানি না, তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে দিন। আমার কোনও ব্যাকআপ প্ল্যান নেই।' ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে কংগ্রেস যদি জেতে তাহলে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন? সিদ্দারামাইয়া নাকি ডি কে শিবকুমার?