কংগ্রেস না বিজেপি? কার দখলে কর্ণাটকের কুর্সি? জল্পনার অবসান

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় গতকাল ১০ মে। এই নির্বাচনকে খুব আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে, তাই জনগণ এর ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

author-image
SWETA MITRA
New Update
basav.jpg


নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ মে ভোটের ফলাফল ঘোষণা হবে। প্রশ্ন উঠছে, কর্ণাটকের কুর্সি কার দখলে যাবে? অনেক সমীক্ষাতেই উঠে এসেছে যে এবার কংগ্রেস (Congress) রাজ্যে ক্ষমতায় আসছে। যদিও সেসব দাবিকে নস্যাৎ করে দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavraj Bommai)। তিনি যথেষ্ট জোর দিয়ে বলেন যে বিজেপি (BJP) স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে। দেখুন ভিডিও...