কর্ণাটকের মুখ্যমন্ত্রী...জানিয়ে দিলেন অজয় ​​ধরম সিং

কে হচ্ছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী? সেই বিষয় নিয়ে এখনও কৌতূহল বজায় রয়েছে। এবার মুখ্যমন্ত্রী বাছাইয়ের বিষয়ে তথ্য জানালেন কংগ্রেস নেতা অজয় ​​ধরম সিং।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
kc

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে দেশ জুড়ে কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। এবার এই বিষয়ে জানিয়েছেন, কর্ণাটকের কংগ্রেস বিধায়ক অজয় ​​ধরম সিং। তিনি বলেছেন, "আমাদের সিনিয়র নেতারা এবং হাইকমান্ড একটি সিদ্ধান্তে আসছেন। উভয় নেতাকে নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তাদের আসন্ন বৈঠকে একসঙ্গে দেখা যাবে"। উল্লেখ্য, যদিও মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্দারামাইয়ার নামই কংগ্রেসের হাইকমান্ডের প্রথম পছন্দ বলে জানা যাচ্ছে, তবে এই বিষয়ে এখনও কংগ্রেসের হাইকমান্ডের তরফে অফিসিয়ালি কিছু জানা যায়নি। ইতিপূর্বে, কর্ণাটকের কংগ্রেস বিধায়ক তথা বরিষ্ঠ নেতা সিদ্দারামাইয়া দিল্লিতে কংগ্রেস পার্টির কর্ণাটকের ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের সঙ্গে সাক্ষাৎ করেন। তার কিছুক্ষণ পরেই  কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন শিবকুমার। তিনি বর্তমানে কেসি ভেনুগোপালের সঙ্গে বৈঠক করছেন। শিবকুমারকে মুখ্যমন্ত্রী নির্বাচনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, হাইকমান্ডের ওপর তিনি সবকিছু ছেড়েছেন। হাইকমান্ডই সব সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, কর্ণাটকে মজবুত সরকার গঠন করতে চাইছে কংগ্রেস। ইতিহাস যেন ফের না ফিরে আসে সেইদিকে নজর রেখে সঠিক মুখ্যমন্ত্রী বাছাইয়ের লক্ষ্যে রয়েছেন কংগ্রেসের হাইকমান্ডরা।