নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দুটি মামলা থেকে সরলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। হাইকোর্টে (High Court) দ্রুত শুনানি (Hearing) হচ্ছে না, সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিযোগ জানায় রাজ্য (State Govt)। কোনওরকম হস্তক্ষেপ না করে হাইকোর্টেই মামলা ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। "সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন দেখে মনে হয়েছে যেন মামলাকারির জন্যই দেরি হয়েছে শুনানিতে। কিন্তু এই আদালত দেখেছে যে কোনও পক্ষই দ্রুত শুনানিতে আগ্রহী নয়", পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। তাই এই সিদ্ধান্ত নিলেন তিনি।