নিজস্ব সংবাদদাতা : সরশুনার এক ব্যক্তির নিঁখোজ মামলার শুনানিতে উঠলো আনিস খানের কথা! আনিস প্রসঙ্গ টানলেন স্বয়ং বিচারপতি রাজাশেখর মান্থা। আনিস হত্যাকাণ্ডে ২ জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠার কথা স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, রাজ্যের আসল সমস্যা পুলিশে নিয়োগ না করা। স্থায়ী নিয়োগ না হওয়ায় নির্ভর করতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের ওপর।কনস্টেবল-এএসআই নিয়োগ যতদিন বন্ধ থাকবে ততদিন এদের দিয়েই কাজ চালাতে হবে। স্থায়ী নিয়োগ না হলে এদের দিয়েই রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করতে চাইবে রাজ্য সরকার।
পুলিশের জায়গায় সিভিক ভলেন্টিয়ার! আনিস প্রসঙ্গ টানলেন বিচারপতি!
স্থায়ী নিয়োগ না হওয়ায় নির্ভর করতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের ওপর।কনস্টেবল-এএসআই নিয়োগ যতদিন বন্ধ থাকবে ততদিন এদের দিয়েই কাজ চালাতে হবে।
Follow Us
নিজস্ব সংবাদদাতা : সরশুনার এক ব্যক্তির নিঁখোজ মামলার শুনানিতে উঠলো আনিস খানের কথা! আনিস প্রসঙ্গ টানলেন স্বয়ং বিচারপতি রাজাশেখর মান্থা। আনিস হত্যাকাণ্ডে ২ জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠার কথা স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, রাজ্যের আসল সমস্যা পুলিশে নিয়োগ না করা। স্থায়ী নিয়োগ না হওয়ায় নির্ভর করতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের ওপর।কনস্টেবল-এএসআই নিয়োগ যতদিন বন্ধ থাকবে ততদিন এদের দিয়েই কাজ চালাতে হবে। স্থায়ী নিয়োগ না হলে এদের দিয়েই রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করতে চাইবে রাজ্য সরকার।