৮০টি সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, ফাঁস করে দিল বিজেপি

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে আগামী ১০ মে ভোট গ্রহণ হবে। ১৩ এপ্রিল ভোটের ফলাফল ঘোষণা হবে। এদিকে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র সব দলই তাদের তারকা প্রচারকদের নির্বাচনী ময়দানে নামিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
jp nadda.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি (BJP)। কার্যত প্রচারে কোনও রকম খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীকে রাজ্যে প্রচারের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। এরই মাঝে আজ কর্ণাটক সফরে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। চিকমাগালুরুতে তিনি বলেন, 'কংগ্রেস সরকারের আমলে ৮০টি সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল। কিন্তু আজ অমিত শাহজি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।'