তৃণমূল-বিজেপির হাত ছেড়ে 'হাতে-হাত' বাঁকুড়ায়!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঁকুড়াতেও জনসংযোগ দৃঢ় করার কর্মসূচি নিয়েছে তৃণমূল। তার আগে ছাতনায় ধরা পড়লো ভাঙনের ছবি। অঞ্চল সহ সভাপতি-সহ শাসকদলের ৫০ জন নেতা, কর্মী সপরিবারে নাম লেখালেন কংগ্রেসে।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
tmc bjp cong

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে খেলা ঘুরতেই পশ্চিমবঙ্গে বাড়ছে হাতে-হাত রাখার প্রবণতা! কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বাংলায় সবাই কংগ্রেসে চলে আসুক বলে মন্তব্য করেছিলেন। এরপরই যেন পালাবদলের হিড়িক দেখা গেল। ঘটনাস্থল বাঁকুড়া।  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঁকুড়াতেও জনসংযোগ দৃঢ় করার কর্মসূচি নিয়েছে তৃণমূল। তার আগে ছাতনায় ধরা পড়লো ভাঙনের ছবি। অঞ্চল সহ সভাপতি-সহ শাসকদলের ৫০ জন নেতা, কর্মী সপরিবারে নাম লেখালেন কংগ্রেসে। এমনকি, ছাতনার তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছে ৭-৮টি পরিবার। তৃণমূল-বিজেপির হাত ছেড়ে হাতে-হাত রাখার প্রবণতা বাড়ছে। গতকাল থেকেই কংগ্রেসের জয় উদযাপিত হয়েছে জেলায় জেলায়। তারপরই এই পালাবদলের ঘটনা পঞ্চায়েতের আগে নতুন করে অক্সিজেন জোগাচ্ছে কংগ্রেসকে। যদিও তৃণমূলের দলবদলুদের অনেকেই দল বদলের জন্য দায়ী করেছেন দলের নেতাদের দুর্নীতিকে।