নিজস্ব সংবাদদাতা: চাকরি চাই। চাকরি না পেলে আত্মহত্যা। কলকাতার রাজপথে চলল তীব্র আন্দোলন। দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা চাকরির দাবিতে আন্দোলন করে চলেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিরুত্তর।
সরকার নিরুত্তর নাকি নিরুত্তাপ? হাজার হাজার চাকরিপ্রার্থীদের কান্নার আওয়াজ কি শুনতে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বিধানসভায় তাদের নিয়ে কথা হচ্ছে না? এই প্রশ্ন রেখে গতকালও SLST চাকরিপ্রার্থীরা বিধায়ক হোস্টেলের সামনে বিক্ষোভ দেখিয়েছে। আজ আবার বিক্ষোভকে ঘিরে উত্তাল দক্ষিণ কলকাতার হাজরা। শুধু রাস্তায় নয়, বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে দেখাতে রীতিমতো ঢুকে পড়ে মেট্রো স্টেশনে। আর কত অপেক্ষা? তাদের আবেদন কবে শুনবেন মাননীয়া?