জমি নিয়ে ঝামেলা! দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা রাজনৈতিক নেতা

কৈলাশ মাহাতো বারারি থানার পূর্ব বারিনগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুষ্কৃতীরা জেডি (ইউ) নেতার বুকে বেশ কয়েকটি গুলি ছোঁড়ে।

author-image
SWETA MITRA
New Update
police.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ এবার বিহারে (Bihar) ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার কাটিহারে জেডি (ইউ) নেতা কৈলাশ মাহাতোকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কাটিহারের বারারি থানা এলাকায়। এই বিষয়ে কাটিহারের এসডিপিও ওম প্রকাশ জানিয়েছেন, 'আমরা তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে। প্রায় ৪-৫ রাউন্ড গুলি চালানো হয়। ময়নাতদন্তের পরেই বিস্তারিত জানা যাবে'। এদিকে ডন-রাজনৈতিক নেতা আনন্দ মোহন এদিনই জেল থেকে বেরিয়েছেন। জেডিইউ নেতার মৃত্যু ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। এদিকে তদন্তে নেমে পুলিশ সূত্র মারফত জানতে পেরেছে, জমি নিয়ে পারস্পরিক শত্রুতা চলছিল কৈলাশ মাহাতোর। যার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিশের।