নিজস্ব সংবাদদাতা : তৃণমূল বিধায়ক জীবন সাহার মোবাইল উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড়। ৪২ ঘন্টা পেরিয়ে গেলেও খুঁজে পাওয়া যায়নি দ্বিতীয় মোবাইলটি। এবার মোবাইল খুঁজতে পুকুরে নামলো জেসিবি। প্রসঙ্গত, নিয়োগ দু্র্নীতি মামলায় সিবিআইয়ের তল্লাশি চলাকালীনই বাড়ির পিছনের পুকুরে নিজের মোবাইল দুটি ফেলে দিয়েছিলেন বড়ঞার বিধায়ক। তারপর একটি মোবাইলের সন্ধান মিললেও আরেকটি ফোন এখনও উদ্ধার করা যায়নি। পুকুরের জল শুকিয়ে তন্ন তন্ন করে খোঁজা হয় মোবাইল। এমনকি বড়ঞা ব্লকের সাবলদহ অঞ্চল তৃণমূলের সভাপতি সাধন প্রামাণিকের নেতৃত্বে ১০ জন তৃণমূল নেতা কর্মী নামে পুকুরে। পাঁকে আঁতিপাতি করে খুঁজেও মেলেনি সন্ধান। তারপরই আসরে নামে জেসিবি। এখন দেখার জেসিবি সফল হয় কিনা।