নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের নির্বাচন আসন্ন। এবার জম্মু ও কাশ্মীরের নির্বাচনে বিজেপির হার হবে এবং জম্মু ও কাশ্মীর থেকে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে জানিয়ে দেওয়া হল কংগ্রেস নেতা নাদিম শরীফের তরফে।
তিনি বলেছেন, "১০ বছর এবং সুপ্রিম কোর্টের রায়ের পরে, নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, যদিও আমরা প্রচারের জন্য খুব কম সময় পেয়েছি। বিজেপি যে বিশ্বাসঘাতকতা করেছে তা আমরা সামনে আনছি। লোকেরা নিজেরাই খুব সচেতন এবং আমি জানি যে বিজেপি জম্মু ও কাশ্মীর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।" আসন্ন জম্মু ও কাশ্মীর নির্বাচনে বিজেপি নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী। তবে বিরোধীদের দাবি হার হবে বিজেপির। এখন অপেক্ষা নির্বাচন ও ফল প্রকাশের। কোন দল আদতে এই নির্বাচনে জয় লাভ করে তা তো সময় বলবে।