নিজস্ব সংবাদদাতাঃ নাম না করেই শুক্রবার ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীনকে আক্রমণ করলেন। ভারতীয় বিদেশমন্ত্রী বলেন, ' যখন কোন দেশ দীর্ঘদিনের চুক্তি লঙ্ঘন করে, তখন বিশ্বাস ও আস্থার ক্ষতি হবেই।' তিনি ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলির ঋণ সংকটের কথাও উল্লেখ করে চীনকে পরোক্ষভাবে আক্রমণ করেছেন। ঢাকায় ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, 'আমাদের উচিত কৌশলগত দৃষ্টিভঙ্গির পরিবর্তে আমাদের সকলের সহযোগিতার দীর্ঘ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা।" তাঁর এই বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা ।