ফের সরগরম যাদবপুর, প্রাণে মারার হুমকি ছাত্রনেতাকে

বিরোধী মতের ছাত্রছাত্রীদের ' লাশ ফেলার ' হুমকি দিলে এসএফআই নেতাদের পরিণতি পার্থ বিশ্বাসের মতো হবে। এসএফআই হুঁশিয়ার। অপর একটি দেওয়ালে লেখা রয়েছে 'শালকো ট্রিটমেন্ট টু এসএফআই'। ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে এসএফআই।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Jadavpur University

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) এসএফআই (SFI) নেতাদের প্রাণে মারার হুমকি দিয়ে দেওয়াল লিখন। আরএসএফ বা 'বিপ্লবী ছাত্র ফ্রন্ট ' নামের একটি সংগঠনের নাম হুমকির নিচে লেখা রয়েছে। দেওয়ালে লেখা রয়েছে বিরোধী মতের ছাত্রছাত্রীদের ' লাশ ফেলার ' হুমকি দিলে এসএফআই নেতাদের পরিণতি পার্থ বিশ্বাসের মতো হবে। এসএফআই হুঁশিয়ার। অপর একটি দেওয়ালে লেখা রয়েছে 'শালকো ট্রিটমেন্ট টু এসএফআই'। ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে এসএফআই।

jkm