BREAKING: বিতর্কে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য! মামলা করল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা নিয়ে কি বিন্দুমাত্র চিন্তিত নন অন্তর্বর্তী উপাচার্য? এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করল যাদবপুর থানার পুলিশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: সেনার আদলে নকল পোশাক পরে সটান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা দিতে হাজির কারা? বিতর্কের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে নোটিশ পাঠাল যাদবপুর থানার পুলিশ। উপাচার্যের কাছে চাওয়া হল সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও বেশ কিছু নথি। ভারতীয় সেনার পোশাকের অপব্যবহার করা হয়েছে বলে দাবি পুলিশের। এই পোশাক, লাল টুপি এবং লোগো ব্যবহার করতে পারে একমাত্র ভারতীয় সেনা। তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে হয়েছে যাদবপুর থানার পুলিশকে। তবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে প্রশ্নের মুখে ভুল স্বীকার করে ক্যাম্পাস ছাড়েন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। অপরদিকে এই ঘটনা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ আনছে পুলিশ।

impact