নিজস্ব সংবাদদাতা : ওয়াশিংটন ডিসিতে এক বক্তব্যে প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং American Enterprise Institute-এর সিনিয়র ফেলো মাইকেল রুবিন পাকিস্তানের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন, "২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস যেভাবে ইসরায়েলে আক্রমণ চালিয়েছিল, সেই একই কৌশল এবার পাকিস্তান অনুসরণ করছে। হামাসের টার্গেট ছিল শান্তিপ্রিয়, উদারপন্থী ইহুদি জনগণ। আর এবার পাকিস্তান নিশানা করেছে ভারতের মধ্যবিত্ত হিন্দু পর্যটকদের।"
/anm-bengali/media/post_attachments/952e5860-520.png)
তিনি আরও বলেন, "এই ধরনের হামলার কৌশল যেমন হামাসের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, তেমনই পাকিস্তানের ক্ষেত্রেও ব্যর্থ হবে। এখন ভারতের উচিত, ইসরায়েল যেভাবে হামাসের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, ঠিক সেইরকমভাবে পাকিস্তানের ISI-এর নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। ISI-কে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে ঘোষণা করা হোক এবং ভারতের মিত্র দেশগুলিও যেন এই দাবিকে সমর্থন করে, তা নিশ্চিত করতে হবে।" এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভূমিকা এবং সন্ত্রাসে তার মদতের অভিযোগ নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।