উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি, বন্ধ করা হচ্ছে ইন্টারনেট

জানা গিয়েছে, হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)-র শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ওড়িশার সম্বলপুর এলাকায়। এরপর মোটরবাইক র‍্যালির সময়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

author-image
SWETA MITRA
New Update
ramnavami odisha.jpg



নিজস্ব সংবাদদাতাঃ এবার হনুমান জয়ন্তীকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল ওড়িশা (Odisha)। জানা গিয়েছে, হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)-র শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ওড়িশার সম্বলপুর এলাকায়। এরপর মোটরবাইক র‍্যালির সময়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে  জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনওরকম আপত্তিকর পরিস্থিতি এড়াতে সম্বলপুর জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জানা গিয়েছে, সংঘর্ষের ঘটনায় ২৫ জন সাধারণ মানুষ, সেই সঙ্গে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। 

Graphic warning 🛑

Mu$lim Mob attacked Hindus in Sambalpur during hanuman jayanti yatra

Mu$lim Mob with sharp weapons attacked Hindus in front of police pic.twitter.com/FvqvIyt6RU

— Chad Infi𓄿 (@chad_infi) April 13, 2023