চরম অশান্তি! বন্ধ হয়ে গেল ইন্টারনেট

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। লাগাতার উত্তেজনার জেরে কালিয়াগঞ্জে বন্ধ হয়ে গেল ইন্টারনেট পরিষেবা।

author-image
New Update
kaliaganj

নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ।  বৃহস্পতিবার এই নিয়ে বড় পদক্ষেপ নিল প্রশাসন।  জানানো হয়েছে , সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে কালিয়াগঞ্জের বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।  যাতে কোন ভুয়ো বা প্ররোচনামূলক তথ্য  ছড়িয়ে না পড়ে।  আগামী কয়েকদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গেছে। এই ঘটনার সূত্রপাত হয়   গত মঙ্গলবার কালিয়াগঞ্জে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ।  পুলিশের গাড়ি, বাইকে আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে মারধরের ঘটনাও ঘটেছে কালিয়াগঞ্জে। এদিকে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের মারধরের ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ফোনে কথা বলেন। যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন সিভি আনন্দ বোস।  উল্লেখ্য, বুধবার  কালিয়াগঞ্জ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , '  কালিয়াগঞ্জে অশান্তি তৈরি করতে বিহার থেকে লোকজন আনা হয়েছে ।'