অশান্ত মণিপুর, বিরাট সিদ্ধান্ত ইন্ডিগোর

হিংসার কথা মাথায় রেখে মণিপুরে সরকারের তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে। আরও সংকট এড়াতে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
indigo mani.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের (Manipur) বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল বিমান সংস্থা ইন্ডিগো। জানা গিয়েছে, আজ শনিবার ইন্ডিগো (Indigo) ঘোষণা করেছে যে তারা কলকাতা এবং মণিপুরের রাজধানী ইম্ফলের মধ্যে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। এয়ারলাইন্সটি ৪ মে থেকে ৭ মে এর মধ্যে ফ্লাইট বাতিল সম্পর্কিত যে কোনও অতিরিক্ত চার্জ  যাত্রীদের থেকে নেওয়া হবে না বলে জানানো হয়েছে।  ইন্ডিগো জানিয়েছে, মণিপুরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইন্ডিগো  ৬ মে ইম্ফল থেকে কলকাতা পর্যন্ত দুটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। এদিকে সরকারের তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে। আরও সংকট এড়াতে এসব এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।