'হিরোশিমা' শব্দটি আতঙ্ক: নরেন্দ্র মোদী

জি- ৭ সম্মলনের আগেই হিরোশিমা নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । উল্লেখ্য, আজ থেকেই শুরু হতে চলেছে এই সম্মেলন ।

author-image
New Update
pm modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জি- ৭ সম্মলনে যোগ দিতে হিরোশিমায় পৌঁছিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী শনিবার  বলেন ," আজ  'হিরোশিমা' শব্দটি শুনলেই  বিশ্ব ভীত হয়ে পড়ে। জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপান সফরের সময় আমি মহাত্মা গান্ধীর একটি আবক্ষমূর্তি উন্মোচন করেছি । বর্তমানে  বিশ্ব  জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদে ভুগছে।" উল্লেখ্য , জি-৭ সম্মেলনের আগেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী ।