নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় মোচার জেরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে মায়ানমার। এই অবস্থায় মায়ানমারের পাশে দাঁড়ালো ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন , 'ঘূর্ণিঝড় মোচায় ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ ত্রাণ সামগ্রী নিয়ে আজ ইয়াঙ্গুনে পৌঁছেছে। চতুর্থ জাহাজটি আগামীকাল আসবে। জাহাজগুলোতে জরুরি খাদ্য সামগ্রী, তাঁবু, প্রয়োজনীয় ওষুধ, জামাকাপড় ইত্যাদি রয়েছে। ' ইতিমধ্যেই মায়ানমারে শুরু হয়েছে উদ্ধারকার্য । এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের ফলে এখনও পর্যন্ত মায়ানমারে প্রাণ হারিয়েছে ১০ জন বাসিন্দা ।