ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া

৮৮.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া । ইতিমধ্যেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

author-image
আপডেট করা হয়েছে
New Update
niraj

নিজস্ব সংবাদদাতা:  দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া। ৮৮.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন তিনি। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগের ইভেন্টে শীর্ষস্থান দখল করলেন নীরজ। চলতি মরসুমে নীরজের প্রথম থ্রোটিই ছিল ৮৮.৬৭ মিটারের। টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ রইলেন দ্বিতীয় স্থানে। তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের, যা চোপড়ার চেয়ে ৪ সেন্টিমিটার কম। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাই নীরজের লক্ষ্য। যদিও এবার সেই লক্ষ্যপূরণ করতে পারলেন না তিনি।  ইতিমধ্যেই ডায়মন্ড লিগ ২০২৩-এ সোনা জেতার জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।