নিজস্ব সংবাদদাতা: বুধবার ভারতের ( India) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় ভার্মা (Sanjay Verma) এস্তোনিয়ার আন্ডার সেক্রেটারি কিলিকে সিলাস্তের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পর সঞ্জয় ভার্মা বলেন, 'ডিজিটাল ও সাইবার সহযোগিতা, বৈশ্বিক ও প্রতিবেশী ইস্যুগুলো আমাদের দ্বাদশ ফরেন অফিস কনসালটেশনের মূল বিষয় ছিল।' তবে এই বৈঠকে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয় তা এখনও পর্যন্ত জানা যায়নি।