'গাজা নিয়ে তো অনেক কথা বলেছেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে নীরব কেন?' রাহুলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর
বাংলাদেশে রাজনৈতিক সংকট ও সহিংসতার মধ্যে আতঙ্কে রয়েছেন সংখ্যালঘু হিন্দুরা। এই বিষয় নিয়ে এবার রাহুল গান্ধীকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
নিজস্ব সংবাদদাতাঃবাংলাদেশে রাজনৈতিক সংকট ও সহিংসতার মধ্যে আতঙ্কে রয়েছেন সংখ্যালঘু হিন্দুরা। এই বিষয় নিয়ে এবার রাহুল গান্ধীকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
লোকসভায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, “সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যা ঘটেছে তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। সব রাজনৈতিক দলই এক সুরে বলেছে, সেখানে যারা আছেন তাদের নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদী টুইট করে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, তবে তিনি এও বলেছেন যে সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের শান্তি, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা উচিত।
কিন্তু দুর্ভাগ্যবশত, যখন বিরোধী দলনেতা এবং কংগ্রেস প্রধান তাকে টুইট করে অভিনন্দন জানান, তখন তারা সেখানে হিন্দুদের সম্পর্কে কিছু উল্লেখ করেননি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিছু বলেননি তাঁরা। কী এমন বাধ্যবাধকতা ছিল যে তারা সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলতে পারল না? তারা গাজা নিয়ে অনেক কথা বলেছে কিন্তু এই বিষয় নিয়ে কথা বললেন না।”
#WATCH | In Lok Sabha, BJP MP Anurag Thakur says, "...We are all concerned with what has recently happened in our neighbouring country, Bangladesh. All political parties, in one voice, have said that we should be concerned about our people who are there. PM Modi tweeted and… pic.twitter.com/ClqTNal5mP