নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় 'মোচা' (Mocha) নিয়ে সকলকে সতর্ক করা হয়েছে। এদিকে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মোচা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় মোচা আজ ১১ মে ভারতীয় সময় বেলা সাড়ে ১১টায় পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৫১০ কিলোমিটার পশ্চিমে এবং বাংলাদেশের কক্সবাজার থেকে ১১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১১.৬ উত্তর অক্ষাংশ এবং ৮৮.০ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)-র তরফে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে 'মোচা'।