২১০ কিমি বেগে আসছে 'মোচা'! বাড়ি থেকে বেরোবেন না

আগামী ৭ মে থেকে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের ছোট জাহাজ, নৌকা ও ট্রলার নিয়ে চলাচল না করার পরামর্শ দিয়েছে আইএমডি।

author-image
SWETA MITRA
New Update
mocha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় 'মোচা' (Mocha) নিয়ে উদ্বেগ বাড়ছে সকলের। কবে এবং কোথায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেই নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। তবে সকল জল্পনার অবসান ঘটালেন পূর্বাঞ্চলীয় আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানান, 'বাংলা ও ওড়িশা উপকূলে শক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়টি। প্রায় ২১০ কিমি বেগে এই ঝড় আছড়ে পড়বে।' এদিকে এই ঘূর্ণিঝড় নিয়ে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে নবান্ন।   

একদিকে, বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ওড়িশা সরকার উপকূলীয় জেলাগুলির কালেক্টর এবং ১১ টি বিভাগের কর্মকর্তাদের সতর্ক মোডে রেখেছে। আইএমডি-র মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বুধবার জানিয়েছেন, ৯ মে নাগাদ ঘূর্ণিঝড় মোচা তৈরি হতে পারে।

আইএমডি-র ডিজি মহাপাত্র জানিয়েছেন, ৬ মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সাইক্লোন সার্কুলেশন তৈরি হতে পারে। এর প্রভাবে ৭ মে'র দিকে একই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ৮ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসাবে কেন্দ্রীভূত হতে পারে। এরপর ৯ মে ঘূর্ণিঝড়টি আরও তীব্র হয়ে প্রায় উত্তর দিকে বঙ্গোপসাগরের মাঝখানে অগ্রসর হতে পারে।