নিজস্ব সংবাদদাতা: রবীন্দ্রজয়ন্তীর আগের দিন আজ অর্থাৎ ৮ই মে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ৪৫ তম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হন। এই অনুষ্ঠানে রাজ্যের সাংবিধানিক প্রধানের পাশাপাশি সাহিত্যিক শেক্সপিয়রের নাটক 'হ্যামলেট'-র উপমাও টানতে শোনা যায় রাজ্যপালের গলায়।
সিভি আনন্দ বোস বলেন, 'টু বি অর নট টুবি পথের সন্ধান দেবে শিক্ষা। আইন শৃঙ্খলাজনিত বা কোনও সাংবিধানিক সংকট তৈরি হলে আমি চুপ করে বসে থাকব না।' অর্থাৎ প্রয়োজনে ৩৫৫ ধারা জারি করে রাজ্যপাল রাজ্যের ক্ষমতা নিজের হাতে নিতে পারেন। উল্লেখ্য, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল জানতে ইতিমধ্যেই একাধিক বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের মধ্যে বিরোধ লাগতে দেখা যায়।