BREAKING : বিমানবন্দরে অবৈধ সরীসৃপ চোরাচালান : যা পাওয়া গেলো, দেখুন ভাইরাল ছবি

জয়পুর বিমানবন্দরে শুল্ক কর্মকর্তারা ব্যাংকক থেকে আসা দুই যাত্রীকে আটক করে, তাদের কাছ থেকে উদ্ধার করেছে অবৈধ সরীসৃপ। কি কি? জানুন!

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা : জয়পুর বিমানবন্দরে শুল্ক কর্মকর্তারা ব্যাংকক থেকে আসা দুই যাত্রীকে আটক করেছেন। তাদের কাছ থেকে প্রায় ৯টি বিরল সরীসৃপ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে কর্ন স্নেক, অ্যালবিনো সাপ এবং সবুজ ইগুয়ানা টিকটিকি। আটককৃত এসব প্রাণী শুল্ক আইনের আওতায় অবৈধভাবে দেশের ভেতরে আনা হয়েছিল। বর্তমানে এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

publive-image

publive-image

publive-image

publive-image