মোদী সরকারের বিরাট ঘোষণা! বেসরকারি চাকরি করলে মিলবে বিনামূল্যে বিদ্যুৎ

কেন্দ্রীয় সরকারের তরফে দেশের মানুষের সুবিধার জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিরাট ঘোষণা করা হয়েছে। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
modierp.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দেশ জুড়ে প্রতিনিয়ত বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। দেশে জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাস থেকে শুরু করে বিনামূল্যে ইন্টারনেটের ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে সরকারের তরফে।

২০২৪ লোকসভা ভোট নিয়ে উত্তপ্ত গোটা দেশ। এরই মধ্যে সাধারণ মানুষের সুবিধার জন্য বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, যেই পরিবারের আয় কোনো সরকারি চাকরির মাধ্যমে আসে না, সেই পরিবারকে আর ইলেকট্রিক বিল দিতে হবে না। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি হল প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা।

d

পিএম সূর্য ঘর প্রকল্পের আওতায় দেশের যে কোনো মানুষ বেসরকারি চাকরি করে থাকলেই এই সুবিধা পেতে পারেন। এক্ষেত্রে মধ্যবিত্ত পরবারকে বিরাট অঙ্কের বিদ্যুতের বিল নিয়ে আর চিন্তা করতে হবে না।

এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে দেড় লক্ষ টাকার কম। তবে, এক্ষেত্রে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে।

narendraa modipm.jpg

এছাড়াও, প্রয়োজনীয় তথ্য হিসেবে আবেদনকারীর আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, রেশন কার্ড, বিদ্যুৎ বিল, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। এই প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে সুবিধা পাবে দেশের প্রত্যেক পরিবার। ইতিমধ্যেই ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় এই পরিবারগুলোকে ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে একটি পরিবার এক কিলো ওয়াট সোলার সিস্টেমে ৩০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবে। দুই কিলোওয়াট সিস্টেমে ৬০ হাজার টাকা এবং তিন কিলোওয়াট এর ক্ষেত্রে ৭৮ হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার।

solar pannelq1.jpg

আবেদন করতে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply for Rooftop Solar লিঙ্ক এ ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুললে নিজের রাজ্যের নাম জেলার নাম নির্বাচন করতে হবে। এরপর সেখানে বিদ্যুৎ সরবরাহ কোম্পানির নাম এবং গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর লিখে সমস্ত তথ্য দেওয়ার পর Next বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম আসবে। সেই ফর্মে থাকা প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে।