নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ২০ বছর পর হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বৃহস্পতিবার হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ অডিট করার সিদ্ধান্ত নিল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট তথা কলকাতা পোর্ট ট্রাস্ট। যদিও এই কাজের জন্য হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কোনোভাবেই বন্ধ রাখা হবে না, সেই বিষয়টিও পরিষ্কার করে দিয়েছে পোর্ট কর্তৃপক্ষ। জানা গেছে এই ব্রিজটি পরীক্ষা করতে আসবে আইআইটি মাদ্রাজের একটি দল।
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কলকাতা চেয়ারম্যান রথীন্দ্র রমন বলেন, দু’দশক আগে শেষবারের মতো নিখুঁতভাবে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। তারপর আর হয়নি। অবশেষে ফের শুরু হতে চলেছে এই স্বাস্থ্য পরীক্ষা। কিন্তু আচমকাই কেন এই স্বাস্থ্য পরীক্ষা করা হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা । তবে কবে থেকে এই কাজ শুরু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।