নিজস্ব সংবাদদাতা: ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ হাসপাতাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুস এখন সংক্রমণ মুক্ত। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলছে চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন। বুদ্ধবাবুর শরীরের সব প্যারামিটার স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অল্প পরিমাণে তরল এবং নরম খাবার খাওয়ানো হচ্ছে তাঁকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হোম কেয়ারে অভ্যস্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। বাড়ি থেকে বাইপ্যাপ যন্ত্র এনে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে।