নিজস্ব সংবাদদাতা: পূর্বে ক্ষমতায় থাকা রাজ্য সরকারের আর্থিক অচলাবস্থা নিয়ে এবার শ্বেতপত্র প্রকাশ করল হিমাচল প্রদেশের বর্তমান রাজ্য সরকার। রাজ্য বিধানসভায় এই শ্বেতপত্র উত্থাপিত হতেই এই নিয়ে রাজ্য বিধানসভায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি এবং স্লোগানে মুখর হয়ে ওঠে রাজ্যের বিধানসভা। দুপুর ২টো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন।