নিজস্ব সংবাদদাতা: আজ ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (INTERNATIONAL MOTHER LANGUAGE DAY)। এই বিশেষ দিনে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি। বিচারপতি বিশ্বজিৎ বসু বাংলা ভাষায় মামলা শুনলেন। গতকালই নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে, একুশে ফেব্রুয়ারি বাংলাতে মামলা শুনতে চান বলে জানিয়েছিলেন। কথা মতো, এদিন বাংলাতে শুনানি প্রক্রিয়া চালান তিনি।
হাইকোর্টের জন্মলগ্ন থেকে ইংরেজিতেই শুনানি প্রক্রিয়া সব কাজকর্ম চলে আসছে। শুধু কলকাতা হাইকোর্ট নয়। সুপ্রিম কোর্টেও শুনানির মাধ্যম ইংরেজি ভাষা। তবে এবার ব্যতিক্রমী বিচারপতি বিশ্বজিৎ বসু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মামলা শুনলেন ঝরঝরে বাংলা ভাষায়। যারা বাংলা জানেন না তাদের বক্তব্য ইংরেজিতেই শুনছেন বিচারপতি। বাদী পক্ষের আইনজীবী সহ অন্যান্য সম্পর্কে আইনজীবী এদিন বাংলা ভাষাতেই তাঁদের আর্জি পেশ করছেন এজলাসে।
/anm-bengali/media/media_files/pnBlsJZHm7SgNyhmzCLT.jpg)