নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিআইডির ভূমিকা নিয়ে সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। এবার ঠিক পথে তদন্ত এগোচ্ছে, এমনই মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি দাবি করলেন যে তাঁর ধারণা সিবিআইয়ের আগে সিআইডি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। পাশাপাশি সিআইডির উদ্দেশ্যে আদালতে তিনি এও প্রশ্ন রাখেন যে নথি জাল করে আর যারা চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা। সিআইডি কে উপদেশ দিলেন জেল পরিদর্শকদের বলতে এইসব শিক্ষকদের উপর বিশেষ নজর রাখার জন্য।