নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা হাইোকোর্টে! ২০১৭ সালে সাংসদের প্যাডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ-সুপারিশের অভিযোগ ওঠে অপরূপার বিরুদ্ধে। শুধু তাই নয়, অযোগ্যদের নম্বর বেআইনি উপায়ে বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা করার অনুমতি মিললো হাইকোর্টের তরফে। পরবর্তী শুনানি ২৬ এপ্রিল।