নিজস্ব সংবাদদাতা: ২০১৮ সালে বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভের সময়ে গুলিতে দুই ছাত্রের মৃত্যু (Student Death) হয়। দাড়িভিটে গুলিতে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বোমা বিস্ফোরণের (Bomb Blast) অভিযোগ ছিল বলে এনআইএ তদন্ত করার নির্দেশ, এমনটাই জানালেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিলেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গেছে যে কোনও শক্তিশালী আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ছিল।